কত কাল চলে যায় কালের গভীরে,
যদি চাও সেই ক্ষণ নাহি পাবে ফিরে।
কত কথা কত কাজ তরে পথ চলা,
কত কথা রয় মনে হয় নাতো বলা।
ছেলে মেয়ে পরিবার কত মায়াজন,
ভোলা কভু নাহি যায় কত মায়াক্ষণ।
জীবনে জড়িয়ে থাকে কতনা সুজন,
তাদের মায়ায় ভরে মন সারাক্ষণ।
এভাবেই নীশি দিন হয়ে যায় পার,
জীবনে জমিতে থাকে কত সমাচার।
জীবনের তরী ভরে কত না ঘটন,
মনে পড়ে সেই কথা কাটে কতক্ষণ।
জীবন গগনে নাহি ভালো কাজ কিছু,
পাপ তাপ যত আছে পড়ে রয় পিছু।
যেদিন চলিয়া যাব ছেড়ে এই ভব,
ভালো কাজ কিছু নাহি সাথে যাবে তব।
মন্দ ভরি তরীতে ডুবেছে জীবন,
সময় নাই যে আর করিবো যে পণ।
জীবনের বাতি আজ যায় নিভু নিভু
মরে গেলে কেউ মনে রাখিবে না কভু।