ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ভয়াবহতা রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা শহর শাখা। রোববার (১৫ জুন) দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ডেঙ্গুর আশঙ্কাজনক পরিস্থিতি তুলে ধরে মশা নিধনে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভা দেশের একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও সম্প্রতি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। কাটিয়া, রথখোলা, ঘোষপাড়া, চালতেতলা, ইসলামপুর, ইটাগাছা, কামালনগর, রসুলপুরসহ বহু এলাকায় মশার বিস্তার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশী, এস. কে. মাসুদ রায়হান, আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, নয়ন ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের নাফিজ আহমেদ ও ফাহিম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের তামিম ইকবাল, সিটি কলেজ ছাত্রদলের রুবাই, অন্তু ও লিখন, পলিটেকনিক ইনস্টিটিউটের সুমন এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আরাফাত হোসেনসহ অনেকে।
মো. শাহীন ইসলাম বলেন, “জনস্বার্থে আমরা দায়িত্বশীলভাবে বিষয়টি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। পৌরবাসীকে ডেঙ্গুর ভয়াল থাবা থেকে রক্ষা করতে এখনই প্রয়োজন দৃশ্যমান ও টেকসই উদ্যোগ।”