আচ্ছা আব্বু, বাজারে যাও?
আনবে মজার ইলিশ,
আম্মু যখন ভাজবে তেলে
ছড়বে গন্ধ চৌদিশ।
বোন যে আমার খুশি হবে
পেলে ইলিশ ভাজা,
বাজার থেকে আনবে কিন্তু
দেখতে মোটা-তাজা।
এইতো ক’দিন আগের কথা
ইলিশ মাছের রাজা,
সব মানুষই সস্তায় কিনে
খেতো গরম ভাজা।
নিত্য অভাব, ব্যাগ ধর বাছা
বাবা কেমন হতাশ,
ইলিশ খাওয়া হবে না আজ
আনছি একখান পাঙ্গাস।