• আজ- বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে

লেখক : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

add 1

আবু সাঈদ: সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিতোষ কুমার ঘোষ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল আলম মিলন। বৃহস্পতিবার ৩১অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন রাতে ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ১১২৮ টি ভোটের মধ্যে ১০১৩ টি ভোট কাস্টিং হয়েছে। যা মোট ভোটারের ৮৯.৮০ %।

এ নির্বাচনে সভাপতি পদে পরিতোষ কুমার ঘোষ ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ৪৭৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নাজমুল আলম মিলন ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসাদুল ইসলাম ৪৪৮ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মাসুদ রানা ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী কামরুল হাসান ৪৬৩ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম ৫১৭ ভোট ও সদরুল আলম ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইয়াছিন আলী ৪৬৩ ভোট ও আব্দুস সেলিম ৩৮৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হাদিউজ্জামান বাদশা ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম নাসির উদ্দীন ১০১ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে হাফিজুল ইসলাম ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইলিয়াস কবির ৪৩৩ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে শামীম হোসেন ৫৫৯ ভোট, আজহার মাহমুদ ৫২১ ভোট ও আব্দুর রশিদ ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুস সাত্তার ৩৯৯ ভোট, ইমরান হোসেন ৩৭৩ ভোট ও কবিরুল ইসলাম ৩৫৪ ভোট পেয়েছেন।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ

সম্পাদক পদে মো. নাসির উদ্দীন, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক পদে মেহেদী হাসান, কাস্টমস সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি, বর্ডার সম্পাদক পদে আব্দুল্লাহ আতিকুর, বন্দর সম্পাদক পদে আরিফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে সোহেল রানা সাগর নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার জিএম আব্দুর রকিব আল মেহেদী বলেন, নির্বাচনকালীন সময় ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিছে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ১০:১৫)
  • ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১ জমাদিউস সানি, ১৪৪৬
  • ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT