সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে তল্লাশিতে এক কোটি টাকার চোরাচালান পণ্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটকরা একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে ভারতীয় উন্নতমানের সার্জিক্যাল সূতা ৪৭৫ পিস, পানির মোটরের যন্ত্রাংশ ১৪০ পিস এবং যানবাহনের ইলেকট্রিক ফিউজ ৮০ পিস বহন করছিল। সোমবার রাতে ৩৩ বিজিবির সদস্যরা বিশেষ অভিযানে ভ্যানটি আটক করে। কাভার্ড ভ্যানের চালক মোঃ শাহ আলম (৩০) ও হেলপার মোঃ আবুল হাসেম (৫০) উভয়েই গাজীপুর জেলার বাসিন্দা। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি ৩০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে এবং আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।