ভেঙে ফেল জিঞ্জির
শোষকের কালো হাত
স্বাধীনতার নামে পরাধীনতার যে শৃঙ্খল
সজোরে আঘাত কর সেখানে
উপরে ফেল বিষবৃক্ষ
রোপিত হোক নতুন বীজ
নতজানু আর নয়
উঁচু হোক শিরদাঁড়া
কণ্ঠ থেকে ধ্বনিত হোক মুক্তির শ্লোগান
পরাজিত হোক হায়েনার দল
খালি না হোক আর একটা মায়ের কোল
ভেঙে দাও গুড়িয়ে দাও শোষকের কালো হাত।
নতুন সূর্য উদিত হোক
প্রভাত ফেরীতে শামিল হোক শত শত জনতা
গেয়ে উঠুক মুক্তির গান
মুছে যাক ছেলে হারা মায়ের কান্নার শোক
স্বমস্বরে উচ্চারিত হোক
এ দেশ তোমার এ দেশ আমার
শত শহীদের রক্তে রঞ্জিত এ দেশ
আর নয় জিঞ্জির পরাধীনতার শৃঙ্খল
সাড়ে ষোল কোটি জনতার
সোনার বাংলা,
লাল সবুজের পতাকায়
আর নয় কোন কলঙ্কের দাগ।
ভেঙে ফেল জিঞ্জির
ভেঙে ফেল শোষকের কালো হাত।।