এক ডালেতে বসত করে
সারাজীবন সঙ্গে রয়,
তবু জানি কীসের তরে
মতামতটা ভিন্ন হয়!
একজন থাকে মন উদাসী
ভিন্ন তালে বাজায় সুর,
অন্যজনে সংসার গড়ে
স্বপ্নে ভাসে অনেক দুর!
বাস্তববাদী থাকে একজন
অন্য জনে কল্পমন,
স্বামী স্ত্রী’তে এই ধরাতে
দৃশ্য ভাসে প্রতিক্ষণ।
মত ভিন্নতা যতোই থাকুক
তবু তারা হয়নি পর,
সব যাতনা সয়ে নিয়ে
সাজাতে চায় সুখের ঘর।
আসুক যতো বিপদ বাঁধা
একসঙ্গে তাও করে বাস,
ভালোবাসায় জীবন যাবে
মনের মাঝে রাখে আশ