পথের ধারে, দেখি তারে
মুখখানি বড় অনাহারে,
খায় নি ভাত, দিন সাত
পথেই কাটে দিন- রাত।
শূন্য পেটে যায় হেঁটে
খায় উচ্ছিষ্ট এঁটে কোঁটে,
সামনে ফটক দাঁড়িয়ে লোক
মোটা মোটা রাঙা চোখ।
মুখঝাড়ি দিচ্ছে তারি
যা যা সরে তাড়াতাড়ি?
পাশের বাড়ি ভাতের হাঁড়ি
ঝিয়ের সঙ্গে কাড়াকাড়ি।
মধ্য দুপুর সামনে কুকুর
খাচ্ছে কুকুর ভরপুর,
লেজ নেড়ে সে আহারে
যত পারিস খা রে?
লোকটা তাই খেতে চায়
জ্ঞান বিবেকের হুস নাই,
সহানুভূতি আজ আত্মাহুতি
কে বোঝে কার অনুভূতি?