প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ণ
বৈশাখ
বৈশাখ বৈশাখ
চারদিকে বাজে কতো
ঢোল আর ঢাক
বিপনীতে হালখাতা
গাছে ধরে নব পাতা
মৌমাছি গুনগুন
বাঁধে মৌচাক।
বৈশাখ বৈশাখ
দাবদাহে একাকার
হৃদয়ের বাঁক
পান্তা ইলিশ খাওয়া
গোটা মন সুরে ছাওয়া
সুখ সুখ সমিরণ
বুকে লেগে থাক।
বৈশাখ বৈশাখ
দুখ যত তড়িঘড়ি
দূরে সরে যাক
পাখি সব গাক গান
ভরে দিক মনপ্রাণ
কাব্যেরা সুরভিতে
দেশছবি আঁক ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com