বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধীনে দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত মাসে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়েছিল।