• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

বিজয় শ্লোগান

লেখক : / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
মুসলিম
sahitya

add 1
  • তাইরান আবাবিল

দুরন্ত উচ্ছাস
নিরব দীর্ঘশ্বাস
বিষাক্ত নীল নিঃশ্বাস…

দ্য গ্রেট রেড স্পট জোন
অকস্মাৎ সান্ধ্য কাফেলা…

যুগের অন্ধকারে বিষন্ন আকাশ…
দুর্ধর্ষ বেদুঈন
মৃত শতাব্দীর গর্ভ থেকে নেয় জন্ম
বিষাদগ্রস্ত এই মহাকালে –
বেঈমান স্বৈর সন্ত্রাস।

দখলি রেওয়াজ
সাইনবোর্ড ঝুলে থাকে আঙিনায়,
নশ্বর সুখ শ্যামা চাঁদ
প্রতিমুহূর্তেই হুঙ্কার দিয়ে ওঠে –
তাঁর একান্ত নাটকীয় ভণিতায়।

কাঁটাতারের সীমারেখায় ঝুলে থাকে
লজ্জাবতী কিশোরীর লাজ…
স্বদেশ টেনে নেয় বুকে –
প্রেম দাহ সাজ…
বারুদের ঝাঁঝ।

পরিশেষে,
অপেক্ষার হবে অবসান…
মাতৃভূমি প্রেমী সকলেই হয়তো
শুনবে একদিন –
সবুজ চত্বরে বৃক্ষের সবুজাভ গান
সাথে শুনবে –
বিজয় শ্লোগান।

 

(বিশেষ দ্রষ্টব্য –
লেখাটি কোনো,ব্যক্তি,প্রতিষ্ঠান
কিংবা রাজনৈতিক দলকে কেন্দ্র করে নয়…)

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ