বিজয় চেয়েছি বিজয় পেয়েছি
আমার সোনার বঙ্গে,
বাঙ্গালী শির ঊর্ধ্বে রাখিয়া
লড়িছে হায়েনা সঙ্গে।
পাক শাসকের জুলুমবাজিতে
পেয়েছি যখনি কষ্ট,
গর্জেছে যুবা হায়েনাদিগের
লক্ষ্য করিতে ভ্রষ্ট।
যুদ্ধ করেছে প্রাণচঞ্চলে
মাতৃভূমির জন্য,
কত তরুণের রক্ত ঝরিছে
শত্রু করেনি গণ্য।
গুঁড়িয়ে দিয়েছে শত্রুর ঘাঁটি
তুলিয়া তুফান ঘুর্ণি,
ত্রাস সঞ্চারে পাক বাহিনীর
শক্তি করিছে চূর্ণি!
দেশের বুকেতে উদিত করিছে
সোনালী স্বাধীন সূর্য,
মুক্তির বাণী শুনেছি সকলে
বাজিয়ে সমর তূর্য।