বসন্তেরই আগমনে
ডাকছে কোকিল ওই,
ফাগুন বনে লাগছে আগুন
ফুলখুকীরা কই।
বাসন্তী মন উড়ু উড়ু
নব রূপে সাজ,
ভালোবাসার তন্ন খুঁজে
কাঙাল ঋতু আজ।
ঝিরি ঝিরি দখিনা বায়
উথাল করে মন,
প্রেমিক যুগল বেড়ায় ঘুরে
লাল পলাশের বন।
মিষ্টি প্রেমের আলাপনে
যুগলবন্দী বেশ,
কৃষ্ণচূড়ায় বেঁধে খোঁপা
উড়ায় বধু কেশ।
মাতাল মনে এমন ক্ষণে
উঠে প্রেমের ঢেউ,
উদাসী মন রয় না ঘরে
জানে না তো কেউ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com