আকাশ দেখি সাগর দেখি
দেখি চাঁদের আলো
দেখি না আজ বাবা তোমায়
মনটা নেই যে ভালো।
বাবার স্মৃতি এই জীবনের
আলোর মশাল ধারা
এই অবুঝের আবেগী ডাকে
দাও না কেন সাড়া?
পাহাড় দেখি নদী দেখি
দেখি ঝর্ণাধারা
মন ভরে না তা দেখে আজ
থাকি দিশেহারা….
ফুল পাখিদের মেলা দেখি
দেখি সন্ধা তারা
আঁধার ঢাকা জীবনটা যে
পায় না আলোকধারা।
ভোর বিহানে পাখি ডাকে
ডাকে প্রিয় নামে
আমার দু’চোখ জলে ভাসে
অনুতাপের ঘামে
আদর সোহাগ মায়া মমতা’র
হইছি চির হারা
নেই দেখি কেউ বাবা’র মতো
আপন আছে যারা।
তবুও চোখে জলের স্রোতেই
বাবার স্মৃতি স্মরি
স্মৃতি’র পাতায় বাবা’র কথা
স্বর্ণাক্ষরে ধরি,
এই প্রার্থণা করি যে বাবা
মহান রবের সম্মুখে
তোমার কবর আলোকিত হোক
বয় যেন শান্তী’র ধারা!