• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

বান্দরবানে টানা বৃষ্টিতে ঝুঁকিতে পর্যটন, দেবতাখুমে ভ্রমণে নিষেধ

আব্দুর রহমান / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
দেবতাখুম বন্ধ
পাহাড় ধস

add 1

টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনায় এনে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বৃষ্টির ফলে নদী, ছড়া, ঝিরি ও খালের পানির প্রবাহ বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনাও দেখা দিয়েছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন পর্যটকদের অবস্থান ও চলাচল নিরুৎসাহিত করছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।

আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, দেবতাখুমে পর্যটন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে স্থানীয় গাইড, পর্যটক ও বাসিন্দাদের।

এদিকে, বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ