বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। সোমবার (১৯ মে) বিকেলে স্টারলিংক ফোনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিষয়টি জানায়।
তিনি জানান, স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করেছে— ‘রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। মাসিক খরচ যথাক্রমে ৬০০০ ও ৪২০০ টাকা। সেটআপ যন্ত্রপাতির জন্য ৪২ হাজার টাকা এককালীন খরচ হবে। কোনো স্পিড বা ডাটা লিমিট নেই; ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এতে দেশের প্রত্যন্ত এলাকায়ও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছাবে। এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরজুড়ে নিরবচ্ছিন্ন সংযোগ পাবেন।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন একটি বাজার হিসেবে যুক্ত হলো।