• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

আইটি ডেস্ক / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
আইটি
ডিজিটাল পেমেন্ট

add 1

ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ সহায়তায় সেবা চালু করেছে সিটি ব্যাংক

প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে এই সেবা উপভোগ করতে পারবেন। ধীরে ধীরে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সেবা আরও বিস্তৃত হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।


কীভাবে কাজ করবে গুগল পে?

গুগল পে ব্যবহার করতে হলে স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করতে হবে এবং নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

  1. অ্যাপ ওপেন করে গুগল অ্যাকাউন্টে লগইন

  2. ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের তথ্য সংযুক্ত

  3. নিরাপত্তার জন্য পিন বা বায়োমেট্রিক সেটআপ

  4. এরপর কিউআর কোড স্ক্যান অথবা ফোন নম্বর দিয়ে টাকা পাঠানো বা গ্রহণ


গুগল পে-এর সুবিধাগুলো কী কী?

🟢 ঝামেলাহীন লেনদেন: ব্যাংকে না গিয়ে সহজেই অর্থ পাঠানো বা গ্রহণ করা যায়। খুচরা টাকার ঝামেলা নেই।
🟢 তাৎক্ষণিক টাকা পাঠানো: রিয়েল টাইমে কয়েক সেকেন্ডেই লেনদেন সম্ভব।
🟢 ইউটিলিটি বিল পরিশোধ: বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, মোবাইল রিচার্জ—সবই করা যাবে গুগল পে-তে।
🟢 ব্যবসায়ীর জন্য সহজ সমাধান: কিউআর কোড ব্যবহার করে দোকানে ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ ও নিরাপদ।
🟢 নগদ টাকা হারানোর ভয় নেই: ছিনতাই বা টাকা হারানোর ঝুঁকি থেকে নিরাপদ থাকবেন।
🟢 ক্যাশব্যাক ও রিওয়ার্ড: বিভিন্ন অফারে ইনসেন্টিভ, রিওয়ার্ড পয়েন্ট এবং ক্যাশব্যাকও পাওয়া যেতে পারে।


ভবিষ্যৎ পরিকল্পনা

সিটি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “গুগল পে ব্যবহারকে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে আমরা অন্যান্য ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা করছি।”

প্রযুক্তিবিদদের মতে, দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, নিরাপদ ও আধুনিক করতে গুগল পে একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ