বসন্ত
বসন্তের কিছু স্মৃতি মলাটের ভাঁজে লুকিয়ে রেখেছি,
তোমার বাড়ির পাশে নির্জন জায়গায় বসে,
এখন আর শুনি না তোমার মুখে বসন্তের গান।
বসন্তের কিছু স্মৃতি মলাটের ভাঁজে লুকিয়ে রেখেছি।
বসন্তের ফাল্গুনী হাওয়া, তোমার রেশমি চুলের মনমাতানো সেই গন্ধ,
এখন আর পাইনা।
কোকিলের কুহুতান সেই সুর,
এখন আর শুনি না তুমি নাই বলে।
মনের গভীরে লুকিয়ে থাকা কথা গুলো,
ভুলতে পারিনা আমি আজও।
বসন্তের কিছু স্মৃতি মলাটের ভাঁজে লুকিয়ে রেখেছি,
আবার এসেছে ফিরে বসন্ত,
শুধুই তুমি নেই…