কলকাতা খাল
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে রিমঝিমিয়ে ।
এই বৃষ্টি এই রোদ্দুর মেঘ যায় উড়ে।
আষাঢ় মাসে বৃষ্টি নামে খাল বিল
নদী নালা ভরে জলে।
জেলেরা নৌকা বেয়ে যায় বিল ঝিলে,
জাল পাতে বর্ষার জলে।
বর্ষার জল করে টলমল।
বরশি দিয়ে ধরে মাছ,
রাখে নৌকার খোলে।
হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ে,
মাছগুলো ভেসে চলে।
আষাঢ় শ্রাবণ মাসে নতুন পানির
নতুন মাছ যায় যে ভেসে ভেসে ।
জেলের মুখে হাসি ফুটে
আষাঢ় শ্রাবণ মাস হাসে।