আমার ছোট্ট গায়ে
দুজন মিলে চড়বো মোরা,
সুরমার ছোট্ট ডিঙি নায়ে।
দুজনেতে হাটবো মোরা
গায়ের মেঠো পথে,
খেজুরের রস হাতে নিয়ে
এই ঘুম ঝরানো মাঘের শীতে।
মায়ের হাতের চিতই পিঠা
ভীষণ মজা খেতে,
শীতের এই মিষ্টি সকলে
খাব সে তা, মিলে দুজনাতে।
পাবদা, ইলিশ ধরবো সেথায়
দুপুর বেলা দুজন মিলে,
ডিঙি নৌকায় চড়ে মোরা
স্নান করব সুরমার জলে।
সময় পেলে আসবে বন্ধু
আমার ছোট্ট গায়ে,
এমনিই কথা দিয়েছে আমায়
জানিয়েছে ফোন করে।
বন্ধু আমার ভীষণ স্মার্ট
আসবে কি সে এই অচপাড়া গায়ে?
শহরের ছেলে বন্ধু আমার
চড়বে কি আমার ভাঙা নায়ে?
স্বপ্ন কি শুধুই স্বপ্নই রবে?
নিশীত আঁধারে ডেকে?
তাহারই আশার অপেক্ষা শুধু
মনে মনে তাহারই ছবি এঁকে।