বসন্তে পলাশের মুগ্ধতা
ফাগুন দিনে আগুন ঝরায়
পলাশ শিমুল রাঙ্গায়
কৃষ্ণচূড়ার শাখায় শাখায়
ফুলকলিরা দোল খায়।
রক্ত রাঙ্গা শিমুল গাছে
বুলবুলিতে গান গায়
দোয়েল কোয়েল ঘুঘু নাচে
আনন্দে দোল খায়।
ফাগুন দিনে আগুন ঝরে
ফুল পরীর ঘুম ভাঙ্গে
খুকুমণিদের হাতে হাতে
ফুলের শোভারঙ্গে।