ফরিদপুর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন তিনজন: ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং সাবেক যুবদল নেতা মাহাবুবুল হাসান পিংকু। তারা নিয়মিত গণসংযোগ করছেন।
মোদাররেস আলী ইসা ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ আলীর পুত্র ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিংকু নিজেকে পরীক্ষিত নেতা দাবি করে বলেন, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়। চৌধুরী নায়াব ইউসুফ সাবেক সংসদ সদস্য কামাল ইবনে ইউসুফের কন্যা এবং পিতার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মাঠে রয়েছেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুত তাওয়াব। তিনি ১২টি ইউনিয়নে গণসংযোগ চালাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহ্যবাহী এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যে শুরু হয়েছে, যা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে ততই তীব্র হবে।