
ইফতেখার রেজা
ছায়াসঙ্গী কতদূর গেলে তোমায় পাবো?
কতপথ পারি দিলে স্বপ্ন আমার সত্যি হবে?
শবনম এটুকু ঠাঁই আমার জন্য হবে কি?
রজনীসখা বলো আমায়!
তোমার শিরোরুহ্ করেছে উতলা আমায়।
ভালোবেসে আজ ব্যাকুল হয়েছি
গেঁথেছি বকুলের মালা।
করো না আমায় হেলা।
ওগো নীলিমা, এসো আমার ঘরে
আমি যে প্রশস্ত করেছি
স্নিগ্ধ হৃদয়ের দুয়ার।
লীন ভালোবাসা হোক চিরমধুর
থেকো না প্রিয়তমা আর একটুও দূর।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সাহিত্যপাতার দায়িত্বশীল ও সংশ্লিষ্টদের প্রতি
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সাহিত্যপাতার দায়িত্বশীল ও সংশ্লিষ্টদের প্রতি।