কলম
প্রাথমিক মূল্যায়ন প্রশ্নপত্র
মোট নম্বর: ১০০
বিভাগ: লিখিত (৮০ নম্বর) + মৌখিক (২০ নম্বর)
১. অ থেকে ঔ পর্যন্ত স্বরবর্ণ গুলি লেখো:
২. স্বরবর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
অ ঈ
ঊ ঐ
৩. এলোমেলো স্বরবর্ণ গুলো সাজিয়ে লেখো:
ঈ, এ, ই, অ, উ, ঔ, আ, ঐ, ঊ, ও, ঋ
৪. স্বরচিহ্ন গুলো লিখো:
আ, ই, ঈ,
উ, ঊ, ঋ,
এ, ঐ, ও
🗣️ মৌখিক মূল্যায়ন:
১. তোমার বাংলা বইয়ের নাম কী?
২. চার দিকের নাম বলো।
৩. অ, আ, ই, ঈ দিয়ে দুটি করে শব্দ বলো।
৪. পাঁচটি ফুলের নাম বলো।
৫. যে কোন একটি ছড়া আবৃত্তি করো।