
First Term Examination – 2025
Class: Standard Three. Subject: Bangla
Time: 2 Hours 30 Minutes. Full Marks: 100
১. কবির নাম সহ আমি হব,অথবা আমাদের গ্রাম কবিতার প্রথম ৮ লাইন লেখ।
২. শব্দ অর্থ লেখ। ১০টি
আলসে, সিপাই, গুজব, কেল্লা, দায়িত্ব, বাদল , ঘাঁটি , কিরণ, রবি, বিখ্যাত , দূষিত , ক্রীড়া, খবর,
৩. যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও
ক) কী ভাবে ব্যাঙের গায়ে দাগ হলো?
খ) পিঁপড়া রাজার দরবারে গেল কেন?
গ) সবাই মিলে কোথায় যাবে ঠিক করল?
ঘ) গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে?
ঙ) নোমান স্যার কী ভাবে বুঝলেন রাশেদ মেধাবী?
৪. নিচের শব্দগুলো দিয়ে বাক্য লেখ (যে কোন ৫টি) ৫
মেধাবী, মেডেল, স্রোত, শখ, পাঠশালা, নদী, মুক্তিযোদ্ধা
৫. যুক্ত বর্ণ ভেঙে ২টি করে নতুন শব্দ তৈরী কর (যে কোন ৫টি)
ল্ল, ণ্ট , ম্ব , ন্দ, ক্ল, ত্ব , দ্র, ক্ষ ।
৬. বিপরীত শব্দ লেখ (যে কোন ৫টি)
সকাল, রাত, জাগা, অলস, আগে, গ্রাম, সাদা
৭. এক কথায় প্রকাশ কর (যে কোন ৫টি)
ক) শিশুদের খেলার ও ঘোরার জায়গা
খ) বিশেষ ব্যক্তির কবর
গ) ধাতুর তৈরী পয়সা
ঘ) দালানের উঁচু চূড়া
ঙ) অনেক স্রোত আছে যার
চ) লেখার ছোট খাতা
ছ) নলের মতো লম্বা ঘাস
৮। বাংলা ভাষা কাকে বলে? বাংলা ভাষার কয়টি রুপ ও কী কী?
৯। ধ্বনি কাকে বলে ? ধ্বনি কত প্রকার ও কি কি?
১০. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও ।
ক) পরীক্ষার ফল জানিয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখ।
খ) অসুস্থতার কারণে ২ দিনের ছু্িট চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখস্ত লেখ।
১১. রচনা লেখ : যে কোন ১ টি
ক) আমাদের গ্রাম খ) নদীর দেশ গ) বাংলাদেশ।