• আজ- মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

পূর্ণতায় রমাদান

আব্দুস সাত্তার সুমন / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

add 1
  • আব্দুস সাত্তার সুমন

ঘরে ঘরে চলবে সাহরি আর ইফতার
প্রস্তুত সবাই এখন করিতে যোগদান,
এক মুঠো মুগ্ধ নিয়ে শুরু হবে প্রিয় মাস
বছর ঘুরে এলো আবার প্রাণের রামাদান।

ভালোবাসা জয়ের দোলাচলে অপেক্ষায়
প্রস্তুত কড়া নাড়ে ইবাদাতের দরজায়।
তারাবি, লাইলাতুল কদর কি নেই এখানে!
রহমত, মাগফিরাত পরিপূর্ণ নাজাতে।

মিলেমিশে সাহারি, ইফতার করাতে
ভালোবাসি সকলকে খাবার খাওয়াতে।
অন্তহীন পথের শান্তির ধরনের
ছড়িয়ে দিতে চাই ভালোবাসা মানুষের।

কেউবা রোজাদারকে ইফতার করাবে
রোজাদারের সমান নেকী অধিকারে জড়াবে।
তাতে রোজাদারের নেকীর কমবে না কিছুই
৩০ রমাদানের আমলে থাকবো মোরা পিছুই।

পাপগুলো মুছে নিও সকাল থেকে বিকালে
শয়তান বাধা থাকে লোহার শিকলে।
ইবাদাতে মশগুল প্রভু দিও শতশের
পরিপূর্ণ হয় যেন প্রতিক্ষণে সকলের।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ