কাঁচের চুরি
সোনালু গাছ ছেঁয়ে গেছে হলুদ ফুলে ফুলে
ধরিত্রীর বুক রঙিন হয় গাছের শাখে ঝুলে।
শোভা বাড়ায় রঙিন রঙে, প্রতি সেগুন গাছ
পরিপূর্ণ সজীবতায় শুদ্ধ চারিপাশ।
আকন্দ গাছ নুয়ে পড়ে রঙিন ফুলে ফুলে
অবহেলায় সৌরভ ছড়ায় নির্জন জঙ্গলে।
কচুরিপানা রঙিন ফুল ফোঁটে পঁচা ডোবায়
অনাদরে অশ্রু ফেলে প্রাপ্য সম্মান না পায়।
কৃষ্ণচুড়া লাল হয়েছে সবুজ পাতার ফাঁকে
গাছে গাছে আগুন যেন পথের বাঁকে বাঁকে।
মৌমাছির আনাগোনা তিলের ক্ষেতে ক্ষেতে
ছোট ফুলে দোলা লাগে জ্যৈষ্ঠ যেতে যেতে।
পুষ্পের রানী গোলাপ এখন, ছড়ায় রুপের ছটা
পুষ্প কথা বর্ণনা করে, শেষ হবেনা এক ফোঁটা।