বৈশাখ এলো মনে পড়ে
কতো মনের গল্প,
বৈশাখের স্মৃতি মাখা দিন
নয়তো কোন অল্প।
বৈশাখ এলে নতুন সাজে
আমার সারা গাঁয়ে,
আনন্দ উৎসব অনুষ্ঠানের
পান্তা ইলিশ চায়ে।
বৈশাখ এলে নতুন সাজে
হাতি ফানুস ঘুড়ি
বৈশাখ এলে নতুন সাজে
সাদা রঙিন শাড়ি।
বৈশাখ এলে নতুন সাজে
চালের কূলা হাতে,
বৈশাখ এলে নতুন সাজে
কলসি সাজায় রাতে।
বৈশাখ এলে নতুন সাজে
সারা গাঁয়ে মেলা,
বৈশাখ এলে নতুন সাজে
অনুষ্ঠানের খেলা।
বৈশাখ এলে নতুন সাজে
সাজে সখের নারী,
বৈশাখ এলে নতুন সাজে
নকশা আঁকা শাড়ী।