বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম আয়োজিত এই সমাবেশে স্থানীয় জনগণ, সবুজ সংহতি ও যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস বন্ধ করতে হবে। তারা সাতক্ষীরা উপকূলের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান। প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যথেচ্ছ ব্যবহারের বন্ধ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রচলনের আহ্বান জানান বক্তারা।