• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

পরিবর্তন

কনক কুমার প্রামানিক / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
কবিতা

add 1
  • কনক কুমার প্রামানিক

ভুলে যাই শীর্ণতা
ধরিত্রীর সকল রোগ শোক আর জরা ব্যাধি
আহবান করি নব দিনের নতুন প্রভাত
মুছে দিয়ে যত মলিনতা শুভ্র হোক সকল অন্তর।
নব দিবসে স্নিগ্ধ তরুণ রবি এসে
আলোকিত করে যাক নিকষ বিশ্ব ব্রহ্মাণ্ড বক্ষ
পূ্র্ণিমার আলোক রশ্মি ঝড়ে পড়ুক মর্ত্যলোকে
সবুজে সবুজে পরিপূর্ণ হোক চির তরুণ বৃক্ষরাজি।
হৃদয়ের সকল পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ হোক
নব উদ্যমে জেগে উঠুক স্বতঃস্ফূর্ত আনন্দ
কল্পনায় লাগুক বসন্তের নব রঙিন রঙ
খুশির আলপনা এঁকে যাক বিষন্ন নিরানন্দ মনে।
বারংবার এসে অন্তর ছুঁয়ে দিক সুখের কাব্য
বর্ণময় হোক ধূসর জীবনের সকল গতিপথ
চাঞ্চল্যতা ফিরে আসুক স্থবির নিরব গন্তব্যে
অন্তরের নিগৃহীত আশাগুলো অধিকার ফিরে পাক।
সুখ বৃষ্টির পরে সাতরঙা রামধনু ছড়িয়ে পড়ুক দিগন্তের পানে
নিলর্জ কামনা মুছে যাক হৃদয়ের বসতি থেকে
ফাগুনের গুনগুন গীত জেগে উঠুক মনের কুঠিরে
ভাবনার রাজ্যে আসুক কাঙ্খিত পরিবর্তনের স্বাদ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ