নীল আকাশে বুড়ী
আঁধার রাতে বাঁশ বাগানে
উঠে চাঁদের আলো,
ঝোপেঝাড়ে জোনাক জ্বলে
রাত্রি কেনো কালো।
নীল আকাশে বুড়ী থাকে
কালো মেঘের বাড়ি,
চাঁদ মামা রাগ করেছে
খোকার সঙ্গে আড়ি।
ডানা মেলা পরী এলো
হাতে জাদুর তারা,
খোকা যাবে বুড়ীর বাড়ি
তাইতো ঘুম হারা।
চাঁদ মামা বড্ড পাঁজি
খেলে যে লুকোচুরি,
জাদুর পরী এসো বাড়ি
দেবো আকাশ পাড়ি।