নীতির ভিক্ষুক নাই গো দেশে, ছলচাতুরীতে পাকা
কড়ির বড়াইয়ে আনছে ডিগ্রি, জ্ঞানের মগজ ফাঁকা।
শালিশের প্রধান অকৃতকার্য হতে হতে, পার করেছে অষ্টম
কড়ির গন্ধে রায় ঘুরিয়ে, প্রকাশ্যে করছে ভ্রম।
বিক্রি হচ্ছে সুঠাম দেহ, কাগজের দলিলে
নিত্যদিনই শোষিত হচ্ছে সমাজ, কল্লা যাবে সত্য বলিলে।
হারিয়ে গেছে সুশীলতা, নম্রতাও আজ শেষ
নীতি বিক্রেতা ধনাঢ্য বুঝি ভালোই আছে বেশ?
ধর্মভীরু সোনার দেশের একি হলো হাল?
পাঠ্যাভাসেও মেলছে না ইসলাম, এ কেমন কাল!
ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম, করে গিয়েছিলেন যারা
নীতি বিক্রেতাদের কাছে বোধহয় মনে হয়েছে, ভ্রম ছিল তারা।
সাহিত্যপাতার ভিডিও দেখুন