নিশ্চলতার দুঃখবোধ সবুজ চত্বরে
ঝরছে হিমরেনু।
দুরন্ত ঘাসের কান্না শীতার্ত মাঠে,
শীর্ণায়মান নদীর অবয়বে
রোদনভরা কুয়াশা,
নির্লিপ্ত চোখে ধোঁয়াশার আড়ালে
ম্রিয়মাণ শহর;
শোকাকুল বাতাস,
নিস্তব্ধ আড়ষ্ট।
খেজুরবনে লাল পিঁপড়ের
অনাহূত জমায়েত ঘিরে শৈত্য-সঙ্গীত।
নির্লিপ্ত পকেটে তবুও
আজন্ম শীতার্তের সুখ,
আগুনের সাথে গলাগলি।