সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, শেখ মোজাহার হোসেন কান্টুর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ১৩ জুন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা মহিবুল্লাহ বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলাটি (নম্বর: ৯) দায়ের করেন। এতে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শেখ মোজাহার হোসেন কান্টু এজাহারনামীয় প্রধান আসামি।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের এই সাবেক নেতার গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।