আজ অনন্ত বড্ড খুশি
পেয়েছে নতুন বই,
নতুন বছর নতুন ক্লাস
কিযে আনন্দ সই।
মায়ের কাছে পড়তে বসি
নতুন বইয়ের পড়া,
কবি গোলাপ মাহমুদ এর
মজার মজার ছড়া।
আমরা যে হব নতুন কুড়িঁ
করবো বিশ্ব জয়,
গড়বো মোরা নতুন সমাজ
সকলেই যেন কয়।
একদিন আমি বড়ো হবো
রাখবো দেশের মান,
সত্যিকারের মানুষ হবো
অর্জন করে জ্ঞান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com