ধুতুরার ফুলে কোনো বিষ নেই
বিষ তার বীজে
ধুতুরার নিন্দুক তবু ধুতুরা নিজে।
পতঙ্গ যদি পুড়ে মরে
অগ্নিপানের নেশাতে
আগুনের দোষ কী তাতে?
ফোটবেই যখন গোলাপ নয়
ধুতুরার ফুল হয়ে ফুটো
ভোমর নয় দেখবে পিঁপড়াও বসবে না
তোমার কুসুমকোমল ঠোঁটে।
রূপের ধুপ জ্বেলেছ যখন অঙ্গে
আগুনের উত্তাপ রাখ সঙ্গে।
পতঙ্গ যদি পুড়ে মরে মরুক
তোমার কী তাতে?
অগ্নিহীন রূপ হরিণীর মাংস জেনো
শিকারীর দাঁতে।