দেশটা কী ভাই দশের কথায় চলে ?
নিয়মনীতি, অদল-বদল চলে !
তবে, হাস্যকর কী এমনটা পেলে ?
নিম্ন আয়ে পেটে আগুন জ্বলে!
ধৈর্য ধরে যাবে কী আগুন নিভে ?
কী পেয়েছ এতো খাটুনি খেটে!
দাম কী পেলে ঝরায়ে দেহের ঘাম ?
খাদক সেজে তুলে পিঠের চাম!
নুন আনতে পান্তা ফোরাবে পাতে
এই নুন কী মিলবে কষাঘাতে ?
তবে, বর্গী এসে দিচ্ছে নাকি হানা ?
আমলারা খাচ্ছে কিসের দেনা !
আম জনতা কিসের তরে জিম্মি ?
আমলার পেটে নড়ছে সুখকৃমি!
শ্রমের মূল্য পায়না কেনো শ্রমিক ?
তবে, সময় বোঝে ধরবে উল্টোদিক।
পাবে কী তখন আমলাদের’কে পাশে ?
পালিয়ে যাবে অজানা কোন দেশে!
তবে, আম জনতা থাকবে পাশে ঠিকি
দু:খটা সেদিন জ্বলবে ঝিকিমিকি!