দিনকাল এলো এমন
ডিজিটাল যুগ ভার্চুয়াল জগৎ
ঠিক-বেঠিক বুঝিনা
সঠিক টা খুঁজিনা।
কোথাকার ঘটনা জানিনা শোনিনা
অনলাইনে দেখে করি শুধু শেয়ার।
অবশেষে ঘটে গেলো রটে গেলো
সত্য-মিথ্যা সবার অজানা।
বাচালেরা করে তর্ক-বিতর্ক,
জ্ঞানী-গুণী চুপ মারি অবুঝ,
পাগলারা কাণ্ড দেখে বুঝে হাসে,
কে বা কারা করে প্রতিবাদ।
সংস্কৃতির করি চর্চা,
অপসংস্কৃতি করি বর্জন।
দেশটা সুন্দর করতে আহ্বান
দায়িত্ব কিন্তু আমাদেরই।