ঠক ঠক কাঁপে দাদু বেতের লাঠি হাতে
ফিক ফিক হাসেন উনি গাল ভরা দাঁতে?
বয়স তো বেশি নয় -হয়তো আটা আশি
তার মুখে দেখি তবুও -কচিকাঁচার হাসি।
শ্বশুর বাড়ি যান তিনি ধুতি পাঞ্জাবি পরে
সাদা চুলে ঘন কালো মাথায় কলপ করে।
তাই না দেখে বুড়ি দিদি বেজায় চটে যান
এই বুড়ো টা নতুন করে বিয়ে করতে চান?
দাদু বলেন, যাচ্ছি আমি শ্বশুর বাড়ি আজ
দিদি বলেন, এই বয়সে তবুও এতো সাজ?
হায়রে হায়, মরে যাই- মতলব তোমার কি
নানান লোকের নানান কথা বলছে ছি ছি!
হঠাৎ করে দাদু রেগে ফিরে আসেন বাড়ি
শ্বশুরবাড়ি আর যাবে না করল বুঝি আড়!