তোমার অপেক্ষায় কেটে গেল পাঁচটি বছর,
আজও মেলেনি দেখা, নেই কোনো উত্তর।
সেদিন হঠাৎ দেখা—তারপর আর নয়,
কবে হবে আবার? এ হৃদয় শুধুই কাঁদে সয়।
জানি না, কবে শেষ হবে এই প্রহর,
তবু ভালোবাসি আজও, নিঃশব্দ সে আঁচর।
ভুলতে পারিনি তোমায়, যতই সময় যাক,
ভালোবাসি তোমায়, প্রতিটি নিশ্বাসে থাকে।
কতটা ভালোবাসি—তা বলা হয় না ভাষায়,
শুধুই টের পাও, যদি শুনতে পাও হৃদয়ভাষায়।
একটাই কথা, আজও বলি নির্ভয়ে—
“আমি বেঁচে আছি শুধু তোমার অপেক্ষায়।”
আমার সমস্ত অস্তিত্বজুড়ে শুধু তুমি,
এই প্রেমেই খুঁজে পাই জীবনের সুরভি।