বাবা নিয়ে কবিতা
বাবা—আমার ছায়া, আমার আলো,
তুমি প্রথম কথা, তুমি প্রথম হাসি,
জীবনের আঁধারে ছিলে ভোরের রাশি রাশি।
তোমার কাঁধে চড়েই চিনেছি আমি পথ,
তুমিই ছিলে স্বপ্ন বোনার নীরব শপথ।
তোমার আদরে শান্তি, হাসিতে ঘর আলো,
সেই হাসিতে ঝরত জীবনের শত ভালো।
যত কষ্ট বা দুঃখে, তুমি ছিলে পাশে,
তোমায় ছাড়া জীবন যেন অসহায় এক ভাষে।
শিখিয়েছ তুমি কেমন করে ধরতে হয় হাল,
অন্ধকারে তোমার হাতেই খুঁজেছি বিশ্বাস।
তোমার নামে তাই শ্রদ্ধায় নত হয় মাথা,
হৃদয়ে লেখা থাক তোমার বীরত্বের গাথা।
তুমি ছায়া হয়ে থেকো চিরকাল আমার প্রাণে,
বাবা, তুমিই আমার শ্রেষ্ঠ বন্ধু, শিক্ষক, নেতা,
তোমার জন্যেই বেঁচে থাকা, তুমিই উৎসব।
তোমার স্নেহ-ভালোবাসাই জীবনের জান্নাত।