সন্ধ্যা আসে দূর আকাশে তাকিয়ে দেখি ঐ
আতশ জ্বালি দীপাবলি করছিল হইচই।
মুঠোয় ধরে সোনা ভরে ছড়িয়ে দিল কারা?
বলল এসে, আকাশ হেসে-ওরা রাতের তারা।
ছোট্ট খোকন বোকার মতন বায়না ধরে ঐ
ধরবো তারা দাও না তাড়া এনেই একটা মই?
ফুঁসে কাঁদে, যাবে চাঁদে- কোথায় আমার নাও
মা’র বারণ অনেক কারণ নেই তো চাঁদে গাঁও?
চাঁদ হাসে, তারা হাসে, জোছনা হাসে বনে
খোকন সোনা আনমনা খেলবে কাদের সনে?
দেয় ইশারা জোনাকিরা হও না আমার সাথী
চাঁদের দেশে, তারার দেশে -খেলব মাতামাতি!