নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মুহম্মদ হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। তিনি বলেন, “আজকের বিদায় অনুষ্ঠান কলেজে পা রাখার প্রস্তুতির প্রতীক। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। তোমরা শান্তিপূর্ণভাবে, আইন মেনে পরীক্ষায় অংশ নেবে এবং অসদুপায় পরিহার করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিতে ভুলবে না।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার এবং ভবিষ্যতে দেশ-সমাজে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, মাওলানা মহসীন উদ্দীন, রমেশ সরদার, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহসীন উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।