বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে শিক্ষার্থীদের শুধুমাত্র ভালো ফলাফল বা প্রযুক্তিগত জ্ঞান থাকলেই চলবে না—বরং আজকের প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে প্রয়োজন বাস্তব জীবনের জন্য প্রস্তুতি। সেই প্রস্তুতির বড় অংশজুড়ে রয়েছে কিছু সফট স্কিল, যেগুলো নিয়োগকারীরা দিন দিন আরও গুরুত্বের সঙ্গে দেখছেন।
Times of India-র এক প্রতিবেদনে এমনই ১০টি সফট স্কিলের কথা তুলে ধরা হয়েছে, যেগুলোর উপর বর্তমান চাকরিদাতা ও প্রতিষ্ঠানগুলো বিশেষ গুরুত্ব দেয়।
🔟 এই ১০টি সফট স্কিল আপনার ভবিষ্যৎ গড়তে সহায়ক:
১. যোগাযোগ দক্ষতা (Communication Skills)
নিজেকে পরিষ্কার ও প্রাসঙ্গিকভাবে প্রকাশ করতে পারা। লিখিত ও মৌখিক উভয় মাধ্যমেই সাবলীলতা জরুরি। রিপোর্ট লেখা, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট মিটিং—সবখানেই প্রয়োজন।
২. দলগত কাজ ও সহযোগিতা (Teamwork and Collaboration)
একসঙ্গে কাজ করতে পারা মানে নিজের অহংকে নিয়ন্ত্রণে রেখে ভিন্নমতকে সম্মান করা এবং পুরো দলকে লক্ষ্যপানে এগিয়ে নিতে সাহায্য করা।
৩. অভিযোজন ক্ষমতা (Adaptability)
প্রযুক্তি, নীতি কিংবা পরিবেশ বদলালে দ্রুত মানিয়ে নিতে পারাই আজকের দিনে বড় গুণ।
৪. সমস্যা সমাধানের দক্ষতা (Problem Solving)
চ্যালেঞ্জের মুখে যুক্তিভিত্তিক চিন্তা করে কার্যকর সমাধান বের করতে পারার ক্ষমতা—যা কেবল বই পড়ে শেখা যায় না।
৫. সময় ব্যবস্থাপনা (Time Management)
ডেডলাইন মানা, অগ্রাধিকার ঠিক করে কাজ করা এবং সময়কে কার্যকরভাবে কাজে লাগানো—এগুলো না থাকলে কর্মজীবনে পিছিয়ে পড়তে হয়।
৬. আবেগীয় বুদ্ধিমত্তা (Emotional Intelligence)
নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা, অন্যদের অনুভূতি বোঝা ও তা অনুযায়ী আচরণ করাই কর্মক্ষেত্রে সফল যোগাযোগের মূল চাবিকাঠি।
৭. নেতৃত্বের গুণাবলি (Leadership Skills)
সবার মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে, সিদ্ধান্তে দলকে যুক্ত করে নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে, সেটা ছোট একটি প্রজেক্ট হলেও।
৮. দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা (Work Ethic)
সময়ানুবর্তিতা, দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং নীতিনিষ্ঠ আচরণ—এগুলোই কর্মক্ষেত্রে স্থায়ী হওয়ার ভিত্তি।
৯. সৃজনশীলতা (Creativity)
নতুনভাবে ভাবা, সমস্যার ভিন্নধর্মী সমাধান খোঁজা এবং উদ্ভাবনী ধারণা দেওয়ার সাহস—বিশেষ করে মার্কেটিং, কনটেন্ট ও ডিজাইন সংশ্লিষ্ট কাজে অমূল্য।
১০. দ্বন্দ্ব সমাধান (Conflict Resolution)
সহকর্মীদের মধ্যে মতবিরোধ হলে তা যুক্তিপূর্ণ ও সহানুভূতিশীলভাবে সমাধান করার দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়।
🎯 শুধু চাকরি পাওয়ার জন্য নয়, কর্মক্ষেত্রে টিকে থাকার জন্যও এসব স্কিল দরকার।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাই শিক্ষার্থীদের সফট স্কিল বিকাশে প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও বাস্তবভিত্তিক কার্যক্রম চালু করা জরুরি। কারণ, ভবিষ্যতের পেশাজীবনে কেবল সার্টিফিকেট নয়—এই মানবিক দক্ষতাগুলোই হবে প্রকৃত সফলতার চাবিকাঠি।