হাঁদা রামে কাদা ছানে
টেপা পুতুল গড়ে,
বড্ড ক্ষ্যাপা কাঁদে টেপা
আমি কি নড়বড়ে?
মাথার চুল দিতে ভুল
হাতে নেই বালা,
পায়ে নূপুর, ঝুমুর- ঝুমুর
নেই কন্ঠে মালা।
জাত গেল, কুল গেল
কানে নেই দুল,
হাঁদা রাম, আহ্ নরাধম
করলি একি ভুল?
কানটা মলে, হাঁদা বলে
একটু সবুর কর,
রং করিনি ঢং করিনি
সয়ছে না কি তর?
রংয়ের তুলি, নিখাদ বুলি
একটু আঁচড় টানি,
রঙের শেষে টেপা হেসে
ঘুচায় অভিমানী!