টিকটকের ঐ সুন্দর মাইয়ার
হবে যারা বর,
কাঁদতে হবে জানি তাদের
সারাজীবন ভর।
চরিত্র সব ধ্বংস ওদের
জানে সারাদেশ,
লাজ শরম তো যাহাই ছিলো
প্রথম দিনই শেষ।
এক পুরুষে হয় না কভু
খুশি তাদের মন,
যার জন্য আজ ঘুরতে দেখি
বাইরে সারাক্ষণ।
শুটিংয়েরই নামে তারা
ঘুরে দিন ও রাত,
শুটিং শেষে বন্ধুর নিয়ে
থাকে একই সাথ।
এই হলো ভাই টিকটক মাইয়ার
আসল পরিচয়,
যা ছিলো সব গোল্লায় গেছে
করে অভিনয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com