আবহাওয়া সতর্কতা
সাতক্ষীরায় ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে দিনমজুর ও সাধারণ মানুষ কঠিন অবস্থার মুখে পড়েছেন। শহরের সড়ক ফাঁকা, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেন না। কর্মহীনতায় অনেকেই হতাশ।
শ্রমজীবী তরিকুল ইসলাম বলেন, ‘আজ বৃষ্টির কারণে কাজ করতে পারিনি, রোজগার না হলে পরিবার খেয়ে থাকবে না।’ ইজিবাইক চালক ও ভ্যানচালকরাও যাত্রী না পেয়ে বাধ্য হয়ে কাজ থেকে বিরত রয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বৃষ্টি কয়েক দিন চলতে পারে এবং বজ্রপাতের সতর্কতা থাকতে হবে।