• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

জুলাই ঘোষণাপত্র ও সাতক্ষীরার নাগরিকদের ভাবনা” শীর্ষক সেমিনার

লেখক : / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

add 1

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর উদ্যোগে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “জুলাই ঘোষণাপত্র ও সাতক্ষীরার নাগরিকদের ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আপ বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সদস্য আসমা উল হুসনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ওমর ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব হাসানুর রহমান হাসান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জেলা আহ্বায়ক আবদুল কাদের, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। সেমিনারে বক্তারা ‘জুলাই ঘোষণাপত্র’-এর প্রেক্ষাপট, তাৎপর্য এবং সাতক্ষীরার জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা নাগরিক অধিকার, রাজনৈতিক বৈচিত্র্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ