• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

জি-মেইলে নতুন ফিচার: দীর্ঘ মেইলের সারাংশ জানাবে গুগলের এআই ‘জেমিনি’

আব্দুর রহমান / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Google Gemini
Google AI Tools

add 1

বর্তমানে ব্যক্তিগত হোক কিংবা অফিসিয়াল, মেইল ব্যবহার সকলের নিত্যদিনের অংশ। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে মেইলকে বেশি নিরাপদ এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য নির্ভরযোগ্য মনে করেন।

তবে একটি দীর্ঘ মেইল পড়ে উত্তর দেওয়া অনেক সময় সময়সাপেক্ষ হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে গুগল এনেছে তাদের এআই চ্যাটবট জেমিনি। এখন থেকে জি-মেইলে আসা বড় মেইলগুলো পড়ার ঝামেলা নেই—জেমিনি নিজেই আপনাকে জানিয়ে দেবে মূল সারাংশ।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমিনি খুব অল্প সময়েই মেইলের মূল বক্তব্য বিশ্লেষণ করে তুলে ধরবে। ফলে ব্যবহারকারীরা সময় বাঁচিয়ে প্রয়োজনীয় অংশটি জেনে দ্রুত উত্তর দিতে পারবেন।

কীভাবে কাজ করবে এই ফিচার?

  • এই সুবিধা ব্যবহারের জন্য জি-মেইল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক

  • আপনার ইনবক্সে যখন একটি নতুন মেইল আসবে, তখন তার উপরে দেখাবে “Summarized by Gemini”—মানে সারাংশ তৈরি করেছে জেমিনি।

  • এটি স্বয়ংক্রিয়ভাবে মূল বিষয়বস্তু বুঝে সারাংশ তৈরি করবে।

  • যদি কোনো মেইলের স্বয়ংক্রিয় সারাংশ না আসে, তাহলেও পাশে থাকা “Summarize” বোতামে ক্লিক করে সারাংশ দেখা যাবে।

কোথায় ব্যবহার করা যাবে?

  • প্রাথমিকভাবে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে জি-মেইল অ্যাপে পাওয়া যাবে

  • ওয়েব সংস্করণেও এই সুবিধা যুক্ত করার কাজ চলছে, যা শিগগিরই উন্মুক্ত হবে।

এই ফিচারটি ব্যবহারকারীদের সময় সাশ্রয় করবে এবং মেইল ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে গুগল।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ