সাতক্ষীরা প্রতিনিধি: ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এ জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে সাতক্ষীরার কৃতি শিক্ষার্থী সামিউল আলিম তাজ। সে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন)-এর অষ্টম শ্রেণির ছাত্র। সামিউল প্রতিযোগিতায় অংশ নেয় “Smart Home Automated and Agricultural System with Voice Command” শিরোনামে একটি উদ্ভাবনী প্রকল্প নিয়ে। প্রকল্পে ভয়েস কমান্ডের মাধ্যমে গৃহ নিরাপত্তা, আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ব্যবস্থা, রান্নাব্যবস্থা, ফ্যান, লাইট, দরজা ও পানির পাম্প পরিচালনার সুবিধা যুক্ত করা হয়। আধুনিক প্রযুক্তির বাস্তব ও সৃজনশীল ব্যবহারে এটি বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা কুড়ায়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একের পর এক শ্রেষ্ঠত্ব অর্জনের পর সামিউল খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে। ১৮ থেকে ২০ জুন ২০২৫ পর্যন্ত ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই মেলা। ২০ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। সামিউলের প্রকল্প ঘুরে দেখে ভূয়সী প্রশংসা করেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এই অসাধারণ সাফল্যে সামিউলকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞানের শিক্ষক প্রভাষক মোরল মুশফিকুর রহমান, সহপাঠী, পরিবার ও এলাকাবাসী। তার এ অর্জন খুলনা অঞ্চল তথা সমগ্র দেশের জন্য গর্বের বিষয়।
সামিউল তালা উপজেলার ইসলামকাটি গ্রামের টিপু সুলতান ও তাহেরা আক্তারের জ্যেষ্ঠ পুত্র। বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার জোরে ভবিষ্যতে দেশের অগ্রগতিতে সামিউলের গুরুত্বপূর্ণ অবদান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
Thanks for this news. I’m Samiul Alim Taj who won this award.